প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য প্রজাপতি।


আমার  প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

 

শিশুসুলভ পোস্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

 

 

আজকে আমি আপনাদের সাথে একটি প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করবো। আর সেই ফটোগ্রাফি আমার অরিজিনাল মোবাইল ক্যামেরা দিয়ে তোলা কোন ম্যাক্রো লেন্স ছাড়া।


WnRVaEH.jpg
p1KbLM8.png

 

MhHUAHn.jpg KPZMK87.jpg

p1KbLM8.png

 

আর আজকে আমি যে প্রজাপতিটি শেয়ার করব সেটা একই জায়গা থেকে তোলা হয়েছে।আমাদের পুকুর পাড়ের বাগান থেকে আমি ফটোগ্রাফি গুলো করেছি।

 

 

প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য প্রজাপতি। আর এই প্রজাপতির ফটোগ্রাফি নিয়ে আমি আজকে হাজির হলাম।

 

 

আমার নিজের করা কিছু প্রজাপতির ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে।

 

HYx0h9B.jpg 6ddmM8z.jpg

p1KbLM8.png
lVoQJtc.jpg
p1KbLM8.png

আসলে আমাদের বাড়ির সামনে একটা বাগান রয়েছে যেটা আমাদের পুকুর পাড়ে অবস্থিত এবং সেটা আমাদের বাড়ির একটা সৌন্দর্য ও বটে।

 

 

সেখানে অনেক রকম পোকামাকড় ও প্রজাপতি আসে, আর আমি সেখান থেকে ম্যাক্রো ফটোগ্রাফি এবং নরমাল ফটোগ্রাফি করি।


cdZQQFN.jpg
p1KbLM8.png

 

W8IXyGi.jpg KGyHGtA.jpg

p1KbLM8.png

 

আমাদের এই বাগানে কয়েক রকম ফুল গাছ রয়েছে,সেই ফুল গাছ গুলোর মধ্যে বিভিন্ন রকম পাখি এবং প্রজাপতি এবং কিছু পোকামাকড় আসে।

 

 

আর আমিও সেই সুযোগ টা হাত ছাড়া করিনা, সুযোগে সৎ ব্যবহার করি।মানে সুযোগ বুঝে ফটোগ্রাফি করি।

 

 

প্রজাপতি কার না ভাল লাগে, আমি মনে করি সবাই প্রজাপতিকে ভালোবাসে তাদের মধ্যে আমিও একজন।

 

 

তবে প্রজাপতির ফটোগ্রাফি করাটা খুবই কঠিন একটা বিষয়।অনেক চেষ্টার পর এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর, এই প্রজাপতিটির ফটোগ্রাফি আমি পরিপূর্ণভাবে করতে পেরেছি।

 

rqJE4wW.jpg qh6cpAC.jpg

p1KbLM8.png
PSJdPUv.jpg
p1KbLM8.png

এর আগে আরো অনেক গুলো প্রজাপতি এসেছে কিন্তু এরা বেশিক্ষণ বসতো না চলে যেত, কিন্তু এ প্রজাপতিটি বারবার ঘুরে ফিরে এসে বসতো আবার চলে ও যেত।

 

 

তবে এই প্রজাপতিটি অল্প কিছুক্ষণ সময় বসেছিল আর সেই সময়টুকুই আমি আমার কাজে লাগিয়েছি মানে ফটোগ্রাফি করে পেলেছি।


HrTOfv2.jpg
p1KbLM8.png

 

fiDeMda.jpg P9921BL.jpg

p1KbLM8.png

 

তো বন্ধুরা আজ না হয় প্রজাপতির রূপ গুণ সম্পর্কে বেশি কিছু বললাম না। কারণ এর আগে একটি পোস্টে আমি প্রজাপতি রূপ গুণ এবং প্রজাপতি কে নিয়ে একটা ছোট্ট কবিতাও শেয়ার করেছি।

 

 

তাই আজকে আপাতত এখানেই শেষ করলাম,আশা করি প্রজাপতির ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

 

আরও কিছু ফটোগ্রাফি : qU0bS5O.jpg HQFGyxE.jpg K1t7wc8.jpg piuXrrV.jpg

p1KbLM8.png

ExMX5FW.jpg X79PhLv.jpg JxFX1Im.jpg

p1KbLM8.png

oJls40q.jpg uK7Hbsl.jpg

p1KbLM8.png
WnRVaEH.jpg

p1KbLM8.png

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

p1KbLM8.png

20211227191745.jpg

images (2).png

 

𝒩ℰ𝒱ℒ𝒰123

 

images (2).png

20211126_191305.jpg

 

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি ধরণ ফটোগ্রাফি ক্যামেরা.মডেল এম ৩১ ক্যাপচার @নিভলু১২৩ সম্পাদনা শুধু সেসুরেশন লোকেসান https://w3w.co/databank.look.element সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

How do you rate this article?

0


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://steemit.com/@nevlu123
https://steemit.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.